বাইসাইকেল চালিয়ে বিশ্বের সবচেয়ে উঁচুস্থানে অনিক

বাইসাইকেল চালিয়ে বিশ্বের সবচেয়ে উঁচুস্থান (১৮ হাজার ৩৮০ ফুট) খারদুংলা জয় করেছেন মৌলভীবাজারের রাজিব দে অনিক।

‘সী টু সামিট হিমালয়ান সাইকেল এক্সপেডিশন’ নামের এই যাত্রা চলতি বছরের ১৭ই জুন কক্সবাজারের টেকনাফের শাহ্পরীর দ্বীপের সমুদ্র্রপৃষ্টের শূন্য ফিট থেকে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির রাজীব, গাজীপুর সাইকেল রাইডার্সের কাজী শরীফ ও জাহাঙ্গীরনগর সাইক্লিং ক্লাবের তোজ্জাম্মেল হোসেন মিলন যাত্রা শুরু করেন।

সিলেট বিভাগ থেকে রাজীব একমাত্র সাইক্লিস্ট, যিনি ১৮ হাজার ৩৮০ ফুট উপরে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। এক্ষেত্রে তাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ভারতের বাংলাদেশ হাই-কমিশন ও ভারতীয় হোম অফিস থেকে অনুমতি নিতে হয়েছে।