সাভারে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ তিন জন নিহত

সাভারে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে প্রকৌশলীসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, মির আখতার গ্রুপের ডাবল পিকআপে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ওই তিন জন। তাদের বহনকারী ডাবল পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে পৌছলে সামনে থাকা দ্রুত গতির একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় ডাবল পিকআপটি। এসময় ঘটনাস্থলেই ডাবল পিকআপে থাকা মির আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম, ড্রাইভার খলিলুর রহমান ও ওয়াসার সার্ভেয়ার নুরন্নবী নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।