যশোরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) যশোর সদর উপজেলা পর্যায়ের উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা গুলোয় জয় পেয়েছে উপশহর ও নরেন্দ্রপুর ইউনিয়ন।

বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উপশহর ইউনিয়ন ১-০ গোলে ইছালী ইউনিয়নকে ও নরেন্দ্রপুর উইনিয়ন ৩-১ গোলে আরবপুর উইনিয়নকে পরাজিত করে।

শামস্-উল-হুদা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় উপশহর ইউনিয়ন ও ইছালী ইউনিয়ন। প্রথমার্ধ্বে খেলায় উপশহরে পক্ষে গোলটি করেন হাবিবুর রহমান। নির্ধারিত সময়ে আর কোনো পক্ষ গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে জয়ী উপশহর উইনিয়ন। এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের হাবিবুর রহমান। দ্বিতীয় ম্যাচে আরবপুর ইউনিয়নের বিপক্ষে মাঠে নামে নরেন্দ্রপুর। মাঠ দখলে লড়াইয়ে এগিয়ে থেকে ৩-১ গোলে জয় পেয়েছে নরেন্দ্রপুর ইউনিয়ন। নরেন্দ্রপুরে পক্ষে গোল করেন খালেকুজ্জামান সাগর, রায়হান ও টুটুল। আরবপুর ইউনিয়নের পক্ষে একমাত্র গোলটি করেন বিলাল। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের খালেকুজ্জামান সাগর।

এর আগে যশোর পৌর সভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, জেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমদাদুল হক, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, উপশহর ইউনিয়ের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, ইছালি ইউনিয়নের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন, নরেন্দ্রপুর ইউনিয়ের মোদাচ্ছের আলী, যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম শাপলা। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক এবিএম আখতারুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু।

আজকেও একই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বেলা ২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে হৈবতপুর ও ফতেপুর ইউনিয়ন। দ্বিতীয় খেলায় সাড়ে ৪টায় বসুন্দিয়ার বিপক্ষে মাঠে নামবে চাঁচড়া ইউনিয়ন।
নক আউট পর্বের খেলায় উপজেলার ১৫ টি ইউনিয়ন টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। লটারির মাধ্যমে নির্ধারিত হয়ে রামনগর ইউনিয়ন সরাসরি খেলবে পরবর্তী রাউন্ডে। আগামী ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে সদর উপজেলা দল।