যশোর পৌরসভার কাছে ৫-১ গোলে ভারতের কল্যানী পৌরসভার পরাজয়

যশোর পৌরসভার কাছে পরাজিত হয়ে বাংলাদেশে তিনটি প্রীতি ফুটবল ম্যাচে হেরে বিদায় নিল ভারতের কল্যানী পৌরসভা। সোমবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে যশোর পৌরসভা ৫-১ গোলের ব্যবধানে কল্যানী পৌরসভাকে পরাজিত করেছে। এর আগে তারা ঝিনাইদাহ পৌরসভার কাছে ১-০ গোলের ব্যবধানে প্রথম পরাজয় ও যশোর হামিদপুর শামস-উল-হুদা একাডেমির মাঠে ম্যাচে শামস-উল-হুদা একাডেমির কাছে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত হয়। সব মিলে বাংলাদেশ এসে তিনটি প্রীতি ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়ে তারা রিক্ত হস্তে দেশে ফিরছে।

যশোর পৌরসভা ম্যাচের প্রথমার্ধে মাঠে নেমেই নিজেদের শ্রেষ্ঠত্ব জহির করে। তার বহি:প্রকাশ হিসেবে প্রথমার্ধে ৫মিনিটে ৯ নং জার্সিধারী শাহিনের বলে সাকিবের প্রথম কল্যাণীর জালে বল ঢুকিয়ে দেয়। তারপর নিজেদের রক্ষনভাগ দখলে রেখে একের পর এক আক্রমণ সানাতে থাকে যশোর। যশোরের টানা আক্রমণে অনেকটা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায় কল্যানী। ২৭ মিনিটে আবারও শাহিনের বলে কল্যানীর জাল ছিন্ন করে দেয় স্বাধীন। তারপর মাত্র ২ মিনিটের মাথায় আরো ১টি গোল করে গোল ব্যবধান বাড়িয়ে দেয় সাকিব। ৩৯ মিনিটে শাহিনের তৈরি করা বলটি নিয়ে হ্যাট্রিকের সা¦াদ নেয় সাকিব। এভাবেই ৪-০ গোলের ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাড়াবার প্রত্যায় নিয়ে খেলতে থাকে ভারত। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে একটি পিনাল্টি পায় তারা, বলটি গোলে শর্ট করে সন্দিপ, কিন্তু বলটি চলে যায় গোল বারের আনেক উপর দিয়ে। এর পর যশোরের মিড ফিল্ডারদের দাপটে ছন্দ পতন ঘটে ভারতের। যার ফলশ্রুতিতে দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটে স্বাধীনের পা থেকে আরো ১টি গোলের সুবাদে যশোর এগিয়ে দলতে ৫-০ গোলের ব্যবধানে। কল্যানী পক্ষে একেবারে শেষেভাগে ৩৯ মিনিটে বিকাশ ১টি গোল পরিশোধ করতে সক্ষম হয়।

প্রধান অতিথি হিসেবে এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। আয়োজক কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপুর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কল্যানী পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল একাডেমীর চেয়ারম্যান ড. নীলিমেষ চৌধুরী, তার সহধর্মীনী শিল্পী রাণী চৌধুরী, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদস্য সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।