সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনারা লেপার্ডের মুত্র নিয়ে গিয়েছিল

দু’বছর আগে ২০১৬ সালের ২৮-২৯ সেপ্টেম্বরের রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নিয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইকটা ৫ ঘন্টা ধরে চলেছিল। অনেক ভেবে চিন্তে এই অপারেশন করা হয়েছিল। সেনাবাহিনীর ধ্রুব হেলিকপ্টার বিশেষ কমান্ডো বাহিনীকে পাক অধিকৃত কাশ্মীর ভূখন্ডে নামিয়ে দিয়েছিল। তারপরও যেতে হয়েছিল আরও তিন কিলোমিটার। কিন্তু সেই অপারেশনে ভারতীয় কমান্ডোরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন লেপার্ডের মুত্র।

এতদিনে এই তথ্য জানা গিয়েছে। আর জানিয়েছেন সাবেক নাগরোটা কর্পস কমান্ডার তথা লেফটন্যান্ট জেনারেল আর আর নিমভরকার।

তিনি বুধবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলতে গিয়ে জানান, সেনাবাহিনীর সেই দল লেপার্ডের মূত্র সঙ্গে করে নিয়ে গিয়েছিল। কিন্তু কেন? এর উত্তরও দিয়েছেন তিনি। লেফটন্যান্ট জেনারেল আর আর নিমভরকার জানিয়েছেন, সেনাবাহিনীর সেই দল লেপার্ডের মূত্র নিয়ে গিয়েছিল সেখানকার পথের কুকুরদের সামলাতে। তিনি বলেন, সেখানে সম্ভাবনা দেখা গিয়েছিল গ্রামের কুকুররা চিৎকার করতে পারে।

যে পথ দিয়ে সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিল সেখানকার গ্রামগুলিতে প্রচুর রাস্তার কুকুর ছিল। তাদের চিৎকারে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি এবং সেনারা সতর্ক হয়ে যেত। ফলে সার্জিক্যাল স্ট্রাইক করা যেত না। কিন্তু লেপার্ডের গন্ধ পেলে কুকুররা আমাদের কাছেও ঘেঁষবে না। সেটা জানা ছিল। তাই আমরা লেপার্ডের মূত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম।

উল্লেখ্য, এই সার্জিক্যাল অপারেশনটি দিল্লিতে বসে মনিটর করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর চিফ জেনারেল দলবীর সিং।