যশোরের বাঘারপাড়ায় গণপিটুনিতে গরুচোর নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলায় গণপিটুনিতে এক গরুচোর নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে গরু চুরি করে পালানোর সময় উপজেলার সাদীপুর গ্রামের রামপুর বটতলায় গ্রামবাসীর পিটুনিতে এক ব্যক্তি নিহত হন। পুলিশ তাঁর পরিচয় জানাতে পারেনি।

উপজেলার সাদীপুর গ্রামের কয়েকজন জানান, গতকাল দিবাগত রাতে একদল চোর উপজেলার নিমতা গ্রাম থেকে দুটি গরু চুরি করে। এরপর তারা গরু দুটি পাশের সাদীপুর গ্রামের রামপুর বটতলায় নিয়ে আসে। আজ ভোরে চোরেরা গরু দুটি একটি পিকআপে ওঠাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসী এক হয়ে চোরদের ঘিরে ফেলে। গ্রামবাসী একজন চোরকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বলেন, গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে একজন মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।