রাজগঞ্জে স্বামীর উপর অভিমান করে তহমিনা (২৮) নামের এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চাকলা গ্রামে নিজ গোয়াল ঘর থেকে স্বজনেরা নিহত তহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে৷
তহমিনা ওই গ্রামের ভাংড়ি বিক্রেতা সাইদুর রহমান গাজীর স্ত্রী৷
নিহতের পরিবার জানায়, তহমিনা দুটি ট্রার্কি মুরগী পালন করে ওই দিন সন্ধার সময় তার স্বামী সেই দুটি মুরগী বিক্রির কথা বললে স্বামীর সাথে কথাকাটি হয়৷ এক পর্যায় ওই রাতে বাড়ীর সবার অজান্তে সে নিজের গোয়াল ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে৷
তাদের তাজীম হোসেন নামে ৪র্থ শ্রেনীতে পড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে৷
রোববার সকালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত (ওসি) আকরাম হোসেন চৌধুরী ঘটনা স্থলে যেয়ে তহমিনার লাশ সুরতাল রিপোট করেন৷ লাশের শরীরে কোনা আলামত না পাওয়ায় এবং স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের কথা বলা হয়েছে। এদিকে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে৷