পাকিস্তান ফেভারিট, তবে ওরাও জানে আমরা বিপজ্জনক: রোডস

অভিজ্ঞতা এবং শক্তির বিচারে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। তবে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত ফাইনালে শীষ্যদের ওপর তার বিশ্বাস রয়েছে।

মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, সত্যি বলতে, পাকিস্তান এই ম্যাচে ফেবারিট। তবে তাতে আমাদের আপত্তি নেই। বরং খুব ভালো জায়গায় আছি আমরাও। ওরাও জানে আমরা বিপজ্জনক দল। আন্ডারডগ হিসেবে ম্যাচে যাওয়াটা আমাদের পক্ষেও কাজ করতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয়া পাকিস্তান, এশিয়া কাপে ভারতের কাছে পাত্তাই পায়নি। গ্রুপপর্ব এবং সুপার ফোরের দুইবারের সাক্ষাতে বাজেভাবে হেরেছে। তবে অনিশ্চয়তার দল পাকিস্তান যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে। সেটা ভালো করেই জানা রোডসের।

বাংলাদেশ দলের এই কোচ বলেন, পাকিস্তান দলের প্রতি আমাদের সমীহের কমতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যা করেছিল, এখনো খুব বেশি আগের কথা নয়। দারুণ খেলেই জিতেছিল। এই টুর্নামেন্টে ওদের একটু আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। কিন্তু ওরা বিপজ্জনক দল। নিজেদের দিনে ওরা সত্যিই ভয়ঙ্কর হতে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে।

রোডস আরও বলেন, ক্রিকেট দল হিসেবে ওদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি আমরা। তবে আমরাও বিপজ্জনক দল এবং তারাও সেটা জানে। দারুণ লড়াই হবে। ম্যাচটি কার্যত সেমিফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ থেকে আসার পর আমরা এটিই চেয়েছিলাম, এই জায়গাতেই আসতে চেয়েছিলাম। এখন চেষ্টা করব পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে দারুণ একটি ফাইনালে খেলতে।