বঙ্গোপসাগরে ‘টেস্ট ফায়ারিংয়ের’ সময় নৌবাহিনীর ২ সদস্য নিহত

বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রশিক্ষণের সময় মিস ফায়ারিংয়ের কারণে এ হতাহতের এ ঘটনা ঘটে।

এদিকে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজন অফিসার থাকার কথা।

আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।