বেনাপোলে ১২ টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল চেকপোষ্ট থেকে কাস্টমস শুল্ক গোয়েন্দারা ৬০ লাখ টাকার মূল্যের ১২ টি স্বর্ণের বারসহ শহিদুল্লাহ নামে এক পাচারকারীকে আটক করেছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে ভারতে প্রবেশের সয়য় গোপন সংবাদ এর মাধ্যমে আটক করে।
আটক শহিদুল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খুদির জঙ্গল গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক নিপুন চাকমা বলেন, পাসপোর্টযাত্রী শহিদুল্লাহ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে কাস্টমস এর বাথরুমে তল্লাশি করে তার পায়ুপথ থেকে ১২ টি স্বর্নের বার (১ কেজি ২শ’ গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৬০ লাখ টাকা। স্বর্ন পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ন বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে।