আগামী ২১ অক্টোবর বসছে সংসদ অধিবেশন

parliament of bangladesh - songsod

আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন বিকাল সাড়ে ৪টায় অধিবেশন বসবে।

এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে। স্পিকার এই বৈঠকেও সভাপতিত্ব করবেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় মনে করে, এটিই হবে বর্তমান সরকারের শেষ অধিবেশন। এবারের অধিবেশনও খুবই সংক্ষিপ্ত হবে। সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারে এ অধিবেশন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।