অভ্যন্তরীণ সংকটেই বিএনপি আন্দোলন করতে পারছে না: সেতুমন্ত্রী

সরকারে কোনও সংকট নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকার কোনও সংকট সৃষ্টি করতেও চাচ্ছে না। বরং সংকটে আছে বিএনপি। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, একে অন্যকে অবিশ্বাসের কারণে তারা আন্দোলন করতে পারছে না।’

বৃহস্পতিবার আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ফার্মগেট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনের কারণে বিএনপি আন্দোলনের পথও খুঁজে পাচ্ছে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকার রাজনৈতিক সংকট তৈরি করতে চাচ্ছে’ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘গত দশ বছরে বিএনপি আন্দোলন করতে পারেনি, আগামীতেও পারবে না। তাদের আন্দোলন করার সামর্থ্য নেই।’

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোথাও কোনও সংকট নেই। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জনগণের কাছে যান, নৌকায় ভোট চান। সরকারের উন্নয়ন পদক্ষেপ ও জনগণের জন্য করা কাজগুলো তাদের সামনে তুলে ধরুন। মানুষকে বোঝান, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তারা শান্তিতে থাকে।’

এ সময় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্য অটুট রেখে আগামী নির্বাচনের জন্য কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।