ঝিনাইদহে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের যাদবপুর দক্ষিণপাড়া গ্রামে মনিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। নিহত মনিরুল যাদবপুর গ্রামের আসাদুল হত্যা মামলার প্রধান আসামী হিসাবে জামিনে মুক্ত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুল বাড়ির পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে পাশের নির্জন মাঠে এলোপাতাড়ী ভাবে কোপাতে থাকে। এতে মনিরুলে চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন মহসিন হোসেন জানান, মনিরুল ইসলাম পেশায় একজন মিনি ট্রাক চালক। সে একই গ্রামের আসাদুল হত্যা মামলার আসামী হিসাবে জামিনে মুক্ত ছিল। তবে কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে।