রাবিতে খোলা হবে বায়োটেকনোলজি ইনস্টিটিউট

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বায়োসায়েন্স বিষয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে বায়োটেকনোলোজি ইনস্টিটিউট যাত্রা শুরু করতে যাচ্ছে। চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয় সহযোগিতায় এ ইনস্টিউটটি পরিচলিত হবে। প্রথমবারের মত বায়োটেকনোলজি ইনিস্টিটিউট প্রতিষ্ঠাসহ ৪টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক রাবি ও হুয়াজং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত হয় ।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সমঝোতা স্বাক্ষরে উল্লেখ রয়েছে, রাজশাহী বিশ^বিদ্যালয়ে বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা, দুই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টি, ‘বায়োলোজি, উদ্যানতত্ত্ব, ফসল সংরক্ষণ, এ্যাকুয়াকালচার, পোস্ট হারভেস্ট প্রসেসিং টেকনোলজি ও কৃষি অর্থনীতি বিষয়ে গবেষণা, যৌথ উদ্যোগে পরিবেশ ও কৃষি বিষয়ে আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনের আয়োজন করা।’

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের প্রতিনিধিত্বে জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম, বায়োলজিক্যাল ইনস্টিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মনজুর হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এফ এম আলী হায়দার ও বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত সিরাজগঞ্জের হেনরি ইনস্টিটিউটের চেয়ারম্যান জান্নাত আরা হেনরিসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনের হুয়াজং বিশ^বিদ্যালয় সফর করেন।

তিনি আরও বলেন, ২০১২ সালের ৪ থেকে ৯ ফেব্রুয়ারী উদ্ভিদ বিজ্ঞানের আমন্ত্রনে বায়োইনফরমেট্রিক্স এবং জেনেটিক্স বিষয়ের উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেসময় আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন চিনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ জন সহকর্মী।

সেমিনারে রাজশাহী এবং হুয়াজং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। এ সফরের ফলশ্রুতিতে পরবর্তী সময়ে রাবি এবং হুয়াজং এর মধ্যে স্বল্প পরিসরে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়। এই সমঝোতা এর আওতায় প্রায় ১২ জন শিক্ষার্থী চীনের হুয়াজং এ পিএইচডি করার সুযোগ পায়। পরে অধ্যাপক এম আব্দুস সোবহান ২য় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলে হুয়াজং বিষয়টিতে আগ্রহ প্রকাশ করেন।

হুয়াজং কৃষি বিশ^বিদ্যালয়ের পক্ষে বিশ^বিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক জিং ডেং এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্য আরও জানান, বিশেষ করে রাজশাহী বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা সেখানে যেমন গবেষণার সুযোগ পাবেন তেমনি ওই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার সুযোগ পাবেন। একই সাথে উত্তরাঞ্চলের মৌসুমী ফল ব্যবসায়ীরাও সুবিধা ভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।