ডাক্তার নিয়ে খালেদা জিয়া সন্তুষ্ট না হলে আবারও হাইকোর্টে যাবো: মওদুদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের ডাক্তার নিয়ে তিনি (খালেদা জিয়া) সন্তুষ্ট না হলে আবারও হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘হাইকোর্টের নির্দেশনা রয়েছে যে, খালেদা জিয়া ইচ্ছা করলে তার পছন্দ অনুযায়ী ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন। আর আদালতের নির্দেশনা আছে, তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে স্বাচিবের কোনও সদস্য রাখা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিফলিত হচ্ছে না। সুতরাং এখন আমরা দেখবো যে, এই ডাক্তার নিয়ে ম্যাডাম সন্তুষ্ট হন কিনা। যদি না হন, তাহলে আমরা এ ব্যাপারে আবারও হাইকোর্টে যাবো’

রবিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আব্দুল্লাহ আল হারুনের সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি এবং হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা মেনে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বলেছি। যে অবস্থায় উনাকে রাখা হয়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

এসময় মওদুদ বলেন, ‘আমরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডে ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট রাখার জন্য হাসপাতালের পরিচালককে আহ্বান জানিয়েছি।’

ব্যারিস্টার মওদুদ আরও বলেন, ‘খালেদা জিয়ার পরিচর্যার দায়িত্বে থাকা ফাতেমার বিষয়টি স্পষ্ট করেছি। ফাতেমা গত ৮ মাস ধরে খালেদা জিয়ার সঙ্গে আছে। তাকে রাখার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে। সে বিষয়টিও আমরা জানিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ আরও বলেন, ‘আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসিনি। হাসপাতালে পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার চিকিৎসার বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’
এসময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।