দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বিরোধী দলগুলোও মিছিল-সভা-সমাবেশ করছে। আইন-শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। সব দলই এখন নির্বাচনমুখী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানান আমু।
বৃহস্পতিবার আইন-শঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠকে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সন্তোষজনক, নিয়ন্ত্রণে আছে। দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, সেটাও এখন নিয়ন্ত্রণে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোন আশঙ্কা নেই।
তিনি বলেন, নির্বাচনে সব দল আসবে, তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিরি কোনো অবনতি হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা হলে আইন-শৃঙ্খলা অবনতি হওয়ারও কোন আশঙ্কা নেই বলে জানান শিল্পমন্ত্রী।