দাবি না মেনে তফসিল দিলে দুর্বার আন্দোলন : মওদুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মেনে নির্বাচনী তফসিল ঘোষণা করা চলবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন ব্যারিস্টার মওদুদ।

বিরোধী পক্ষের নামে গায়েবি মামলা দিয়ে সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে মওদুদ বলেন, ‘যারা গণতন্ত্রমনা, আরো যারা দেশপ্রেমিক রাজনীতিক দল আছে, তাদের দল এবং শ্রেণি এবং বুদ্ধিজীবী, শ্রমজীবী যেসব সংগঠন আছে, সবগুলোকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। যাতে করে আমাদের দাবি পূরণের আগেই তফসিল ঘোষণা করা না যায়, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নির্বাচনের আগে আগে গণমাধ্যমকে কোণঠাসা করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলেও অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ।