মণিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

jessore map

যশোরে মিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি বোলতলা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মৃতের স্বামী রবিউল ইসলাম জানিয়েছেন, সাংসারিক জীবনে তাদের দু’টি সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তার স্ত্রী নানা রোগে ভুগছিলেন। কিন্তু তার অর্থনৈতিক অবস্থার কারনে স্ত্রীক চিকিৎসা করাতে পারছিলেন না। সোমবার সকালে রবিউল কাজের জন্যে বাড়ি থেকে বের হন। সকাল ১১টার দিকে তার বড় ছেলে আরাফাত মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি বাড়িতে এসে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মণিরামপুর থানায় খবর দেন। পরে মণিরামপুর থানার এসআই আব্দুল জলির সন্ধ্যা ছয় টার দিকে মিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করবার নিদের্শ দেন।

এসআই আব্দুল জলিল জানিয়েছেন, স্বজনদের দাবি, শারীরিক অসুস্থতার কারনে মিতা আত্মহত্যা করেছেন। তারা লাশ দাফনের অনুমতির জন্যে পরিবারের লোকজন জেলা প্রশাসকের নিকট গিয়েছেন। জেলা প্রশাসকের নির্দিশ পাবার পর পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।