সংলাপে যেসব দাবি জানাবেন এরশাদ

জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে গিয়ে যেসব দাবি করেছে তা কোন সরকার মেনে নিতে পারে না। তাই তাদের সংলাপ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমরাও সংলাপে যাব, তবে কোন দাবি নিয়ে নয়। আমি একাই যাব, শুধু আসন চাইবো। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন, সবদলের অংশ গ্রহণে নির্বাচন, নির্বাচনে যেন কোন কার্চুপি না হয়, নির্বাচনে যেন সীল মারা না হয়, এমন নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক সেন্টারে লোক রাখতে হবে। সীল মারার নির্বাচন যেন করতে না পারে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে আবার সুদিন ফিরে আসবে, মামলা মোকদ্দমা হবে না, কোন মানুষ অভাবে মারা যাবে না, আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। তাই আরেকবার আমাদের সুযোগ দেন। আমরা ক্ষমতায় গেলে আর কেউ গুম হবে না। আর কোন মায়ের বুক খালি হবে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রচারণা চালাতে জামালপুর জেলার ইসলামপুরে শনিবার দুপুর পনে ৪টায় গুঠাইল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ জনসভায় হুসেইন মুহম্মদ এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির একক প্রার্থী শিল্পপতি মোস্তফা আল মাহমুদকে পরিচয় করিয়ে দিয়ে লাঙল প্রতীকে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সহ সভাপতি নূরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা ফয়সাল চিশতী প্রমূখ।