চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

bnp logo

আসন্ন একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চীন সফরে গেল বিএনপির একটি প্রতিনিধি দল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চার দিনের সফরে গেলেন তারা।

মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে দলের তিন সদস্য এবং লন্ডন থেকে একজন চীনের উদ্দেশে রওনা হন। আগামী ১৮ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এ সফরে মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মেজর (অব.) নূর হোসেন এবং লন্ডন থেকে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রয়েছেন।

রাতে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে আমরা যাচ্ছি। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে।

বিএনপির নীতিনির্ধারকদের বৈঠক : জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের আসন বণ্টন নিয়ে আলোচনা করেছে বিএনপির নীতিনির্ধারকরা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নীতিনির্ধারকদের এ বৈঠক হয়।

বৈঠকে দুই জোটের শরিকদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা পাওয়ার পর দ্রুত বিষয়টি সুরাহা করার ওপর জোর দেন নেতারা। বৈঠকে জানানো হয়, জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের কাছ থেকে এখনও তালিকা পাননি।

কিন্তু ২০ দলীয় জোটের জামায়াত বাদে অন্য প্রায় সব শরিকের কাছ থেকে তালিকা পেয়েছেন। দুই জোটের প্রার্থীর তালিকা পাওয়ার পরপরই আসন বণ্টন নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন নীতিনির্ধারকরা। এছাড়া দুই জোটের আসন বণ্টন নিয়ে সমঝোতা করার জন্য সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।

আলোচনায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামও থাকবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।