নিখোঁজের ৪৮ ঘন্টা পর থানায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিন্টু!

প্রায় আটচল্লিশ ঘন্টা পর ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর (৪৫) সন্ধান পাওয়া গেছে।

তাকে ঢাকা মিরপুর মডেল থানা-২’এ আটক দেখানো হয়েছে। মঙ্গলবার ঈশ্বরদীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পৌর বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান বলেন, হঠাৎ করে ২৬ শে নভেম্বর সোমবার দুপুর থেকে পিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা মিরপুরের মনিপুর এলাকায় স্বপরিবারের ভাড়া থাকতেন পিন্টু। গত সোমবার দুপুর ২টায় বাসা থেকে গুলশান বিএনপি অফিসে যাওয়ার জন্য বের হন তিনি। এরপর থেকেই পিন্টু নিখোঁজ হন।

পরিবারের পক্ষ থেকে পুলিশ, র‌্যাব ও ডিবি অফিসে খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাঁকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বিকালে লোক মারফত জানা যায়, পিন্টুকে মিরপুর মডেল থানা-২’এ আটক রাখা হয়েছে।

ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল জানান, দীর্ঘ সময় কোথাও পিন্টু ভাইকে খুঁজে পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর অফিসগুলোতেও খোঁজ নেয়া হয়। মুঠোফোনও বন্ধ রয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস। এ সময় অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।