৪ হাজারি ক্লাবে মুশফিক

বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে এই কীর্তিতে নাম লেখান তিনি।

দেবেন্দ্র বিশুর করা ইনিংসের ৬৫তম ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে ৪ হাজারি ক্লাবে প্রবেশ করেন মুশফিক। তার আগে প্রথম বাংলাদেশী হিসেবে এই কীর্তি গড়েছিলেন ওপেনার তামিম ইকবাল। দেশের পক্ষে সবচেয়ে বেশি রানও তার। ৫৬ টেস্টে ১০৮ ইনিংসে ৩৭.৮৫ গড়ে ৪০৪৯ রান করেছেন তিনি। সেঞ্চুরি ৮টি, হাফসেঞ্চুরি ২৫টি। সর্বোচ্চ ২০৬।

৬৬তম টেস্টে এসে মুশফিক ছুঁলেন ৪ হাজার রানের মাইলফলক। তার সামনে সুযোগ ছিল তামিমকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু ব্যক্তিগত ১৪ রানে শারমন লেভিসের বলে বোল্ড হয়ে যান তিনি।