জাসদ পেল ৩ আসন, উন্মুক্ত ৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। জাসদ মহাজোট থেকে মাত্র ৩টি আসন পেয়েছে। তবে এই ৩ আসন ছাড়াও ৪টি আসনে নিজস্ব প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাসদ। এসব প্রার্থী উন্মুক্তভাবে মশাল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

মহাজোটে থাকা জাসদের প্রার্থীরা হলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), শিরিন আখতার (ফেনী-১) ও এ কে এম রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)।

রোববার (৯ ডিসেম্বর) জাসদ মহাজোটের প্রার্থী হিসেবে ৩ এবং উন্মুক্ত প্রার্থী হিসেবে ৪ জনের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। দলের সভাপতি হাসানুল হক ইনু স্বাক্ষরিত চিঠি কমিশনে পাঠানো হয়েছে।

উন্মুক্ত প্রার্থীরা হলেন- এডভোকেট শাহ জিকরুল আহমেদ (ব্রাক্ষ্মণবাড়িয়া-৫), এস এম খাদেমুল ইসলাম খুদি (গাইবান্ধা-৩), কুমারেশ চন্দ্র রায় (রংপুর-২) ও মো. মোহসীন (বরিশাল-৬)।