যশোরের রাজারহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’জন জখম

jessore map

যশোর শহরতলী রাজারহাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দু’পরিবারের সংঘর্ষে দু’জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সামাদ বাবু (৩৫) ও মিনহাজ গাজীর ছেলে সোহানুর রহমান (১৯)।

আহত বাবু জানিয়েছেন, তাদের সাথে বাড়ির পাশের একটি জমি ভাগ করাকে কেন্দ্র করে তার চাচা মিনহাজ গাজীর বিরোধ চলে আসছিলো। রোববার দুপুর ১২ টার দিকে মিনহাজ গাজীর নেতৃত্বে সোহান, রাকিব, সাকিব, আল-আমিনসহ ছয় সাত জন দুর্বৃত্ত বাবুর বাড়িতে হামলাকরে তাকে কুপিয়ে জখম করে। সাড়ে ১০ টার দিকে বাবু পক্ষীয় লোকজন মিনহাজের ছেলে সোহানুর রহমানকে মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।