কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফরণে চার জন আহত

jessore map

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফরণে চার জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, ওই গ্রামের শাহীন আলমের স্ত্রী লাবনী খাতুন (২৪), তার মেয়ে ফাতেমা খাতুন (৭), আলম হোসেনের স্ত্রী দিলআরা খাতুন (২২) ও তার ছেলে রাসেল হোসেন (৭)।

আহত লাবনী খাতুন জানিয়েছেন, সোমবার বিকালে তার মেয়ে ফাতেমা খাতুন ও প্রতিবেশি শিশু রাসেল হোসেন বাড়ির পাশে লেখা করছিলো। এ সময় তারা বালুর মধ্যে একটি বোমা কুড়িয়ে পায়। ওই তারা বল ভেবে বাড়িতে নিয়ে আসে। এ সময় বোমাটি রাসেলের হাত থেকে নিচে পড়ে বিস্ফরিত হয়। এতে তারা আহত হয়। পরে পরিবারের অন্যে সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।