ভিজিডি চাল আত্মসাৎ: অভয়নগরে ইউপি চেয়ারম্যানের নামে মামলা

jessore map

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট) চাল আত্বসাতের অভিযোগে মামলা হয়েছে। চাল আত্বসাতের তদন্তে প্রমান পাওয়ায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা রিনা মজুমদার।

বুধবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে অভয়নগর থানায় এ মামলা দায়ের করেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হেসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগে জানা গেছে, অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে গতদরিদ্র ২’শ ৬০ টি পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়ে থাকে। গত ৫/১২/১৮ তারিখে বাঘুটিয়া ইউনিয়নের জন্য ৭ টন ৮’শ কেজি চাল বিতরনের জন্য ডেলিভারী অর্ডার (ডিও) ওই ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার গ্রহন করেন। চেয়ারম্যান বাবুল আক্তার গত ১০/১২/১৮ তারিখে নওয়াপাড়া গুদাম থেকে চাল উত্তোলন করে হতদরিদ্র ভিজিডি কার্ডধারীদের মধ্যে বিতরন না করে সমুদয় চাল বিক্রি করে দেন। জাতীয় নির্বাচনের কারনে ভুক্তভোগীরা কোন খোঁজ নেন নাই। নির্বাচনের পর জানতে পারেন চাল নির্বাচনের আগেই উত্তোলন করা হয়েছে। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পর উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা রিনা মজুমদারকে প্রধান করে ৩ সদস্য কদন্ত কমিটি গঠন করেন। গত সোমবার তদন্ত কমিটি ওই ইউনিয়নে যেয়ে ঘটনার তদন্ত করেছেন। তদন্তে চাল ভিজিডি কার্ডধারী মহিলাদের মধ্যে বিতরন করা হয়নি তার প্রমান পান। তদন্তের সময় ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে পাওয়া যায়নি বলে জানান তদন্ত কর্মকর্তা রিনা মজুমদার।

চাল আত্বসাতের অভিযোগে এলাকাবাসি গত সোমবার ইউনিয়ন পরিষদ ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করে। ভুক্তভোগীরা সহ ৫ শতাধিক নারী পুরুষ ঘেরাও ও সমাবেশে অংশ নেয়। বিক্ষুব্দ ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদের চৌকিদার মিন্টু দাসকে মারপিট করে বেধে রাখে। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিনুজ্জামান বলেন, ভিজিডি চাল আত্বসাৎ করার প্রমান পেয়েছে তদন্ত কমিটি। সে কারণে চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।