কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন দলের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোটভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। বুধবার সকালে শাফায়েতুল ইসলামের পক্ষে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন ফরম সংগ্রহ করেন।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই আসেন সৈয়দ আশরাফুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হন। তবে শপথ গ্রহণের আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে আসনটিতে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে। পঁচাত্তরের পটপরিবর্তনের পর দীর্ঘদিন লন্ডনে থাকা সৈয়দ আশরাফ ১৯৯৬ সালে প্রথমবারের মতো কিশোরগঞ্জ সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই তিনি বিজয়ী হন। দুই মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এক-এগারোর পর দলের সংকটকালে তিনি অনেকটা সামনে এসে দলকে রক্ষা করেন। জাতীয় রাজনীতিতে তার একটি স্বচ্ছ ভাবমূর্তি ছিল। কিশোরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটিতে আশরাফের উত্তরসূরি হিসেবে আসতে পারেন তার পরিবারেরই কেউ- এমনটাই ধারণা করছে এলাকাবাসী।