পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের ‘দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে’ দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের গভীর শোক প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “বর্তমান সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আজকে সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ হচ্ছে সরকারের দায়িত্বহীন ও অব্যবস্থাপনা।
“এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ। রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার সদিচ্ছা তাদের নেই। তারা যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়।জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই।”
সকালে আজিমপুরে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল।
চকবাজারের অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডন থেকে এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের সুচিকিৎসার দাবিও জানান তিনি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন।