কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি চলছে

শান্তির বার্তা দিতে পাকিস্তান আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিলেও কাশ্মীর সীমান্তে দুইদেশের সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত আছে।
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখায় শুক্রবার রাতভর গোলাগুলিতে রুবানা কসার (২৪) নামে এক মা এবং তার দুই শিশু সন্তান নিহত হয়েছে বলে জানায় ভারত।

নিহত দুই শিশুর বয়স পাঁচ বছর ও নয় মাস। পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে ওই মা ও তার শিশুরা নিহত হয়েছে বলে দাবি ভারতের।

গত আটদিন ধরে কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় প্রতিবেশী দুইদেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। নিয়ন্ত্রণ রেখার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে পাকিস্তানের দাবি, ভারত তাদের আজাদ কাশ্মীরের প্রধান শহর কোতলিতে হামলা করলে ১৯ বছরের এক তরুণ নিহত হয়।