কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষনা করেন।

এছাড়া আদালত তাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও আট মাস কারাগারে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্ত বিজয় মিয়া (২৮) জেলার ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমিরদিয়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।

জজ আদালতের পিপি আকরাম হোসেন দুলাল মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর স্ত্রী ববিতা খাতুনকে (২০) গলায় ওড়না পেঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া ২০১৩ সালের ২৪ জুন একটি ধর্ষণচেষ্টার মামলাও হয়। উভয় মামলায় ভেড়ামারা থানার পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগত্র দেয়।

পিপি আকরাম বলেন, উভয় মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং আরও একটি ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।