যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা খুন

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি শেখ আবদুস সালাম (৪৫) প্রতিপক্ষের লাঠির আঘাতে এবং হাঁসুর কোপে নিহত হয়েছেন।

নিহত শেখ আবদুস সালাম উপজেলার সোনাতলা গ্রামের রাঙ্গা শেখের ছেলে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সকালে প্রতিপক্ষ গ্রুপের ৫/৬জন সন্ত্রাসী শেখ আবদুস সালামকে লাঠি দিয়ে পিটিয়ে এবং হাঁসুর কোপে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত ডাক্তার তাকে খুমেক (খুলনা মেডিকেল কলেজ) হাসপাতালে স্থানান্তর করে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ঘটে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে জানান-, প্রতিপক্ষের হামলায় শেখ আবদুস সালামের মৃত্যু হয়েছে। থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।