চৌগাছায় এনজিওর কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে ভ্যান চালকের আত্মহত্যা

jessore map

যশোরের চৌগাছায় এনজিও’র ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বিকাশ অধিকারী (৪০) নামে এক ভ্যান চালক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

তিনি যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা হলেও বিবাহ সূত্রে চৌগাছার ধুলিয়ানি বাজারের পাশে থাকতেন।

মৃতের স্ত্রী পারুল অধিকারী জানিয়েছেন- তার স্বামী আরআরএফ, আশাসহ কয়েকটি এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। শনিবার সকালে একটি এনজিওর কর্মীরা তার বাড়িতে কিস্তির টাকা নিতে আসেন। এ সময় তিনি টাকা দিতে ব্যর্থ হলে এনজিওর কর্মীরা তার সাথে বকাঝকা করে। এতে তিনি অভিমানে সকাল ১১ টার দিকে কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আওরঙ্গজেব তাকে মৃত ঘোষণা করেন।