অভয়নগরে আওয়ামী লীগের নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত

abhaynagar jessore map
অভয়নগর যশোর

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের আহবায়ক এনামুল হক বাবুল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আবদুল ওহাব, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী শাহ ফরিদ জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, গাজী নজরুল ইসলাম, হাজী রফিকুল ইসলাম সরদার, সানা আবদুল মান্নান, রওশন আলী মোড়ল, হাবিবুর রহমান বাপ্পি প্রমুখ। কর্মিসভায় বক্তারা দলীয় প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।