যশোর সদর উপজেলার রূপদিয়া চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।
সামাজিক সংগঠন জিরো টিম শনিবার দুপুরে ওই স্কুলের ১৮৭জন শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, কাটার, স্কেল, ইরেজার, ফাইল, টিফিন বক্স বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ শেষে সকল শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সবাপতি স্বপন বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক কণিকা রায়, জিরো টিমের কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ তরফদার, যশোর জেলা শাখার সভাপতি আল আমিন হৃদয়, সাধারণ সম্পাদক মিথিলা খাতুন, মাহমুদুর রহমান রঞ্জু, জাহিদ ইকবাল, সুমাইয়া খাতুন, অসিদ হাসান, হাসান ইমন, আদনান ফয়সাল, মোস্তফা বখতিয়ার, তাজমিন নাহার লতা, আমান উল্লাহ, রমিজ উদ্দিন, সোহানূর প্রমুখ।