যশোরে তিনটি খাবারের হোটেলে জরিমানা

jessore map

যশোরে বাজার তদারকি সংস্থা (জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর) তিনটি খাবারের হোটেলকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাব্বি সোমবার দুপুর ১২টার দিকে শহরের রেলস্টেশন এলাকায় তৃপ্তি হোটেল, কাজী হোটেল ও আল আমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ জরিমানা করেন।

ওয়ালিদ বিন হাব্বি বলেন, বাজার তদারকি সংস্থার অভিযানকালে দেখতে পায়, তৃপ্তি হোটেলে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে সংক্ষণ ও বাজারজাত করছে। সেখানে কর্মচারীদের স্বাস্থ্য সনদ ও পণ্যের মূল্য তালিকা টাঙানো নেই।
এ অপরাধে হোটেল মালিক সোহেল রানাকে ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৬ হাজার টাকা, কাজী হোটেলের মালিক আশিক হাসান জাহিদকে ৪ হাজার টাকা এবং আল-আমিন হোটেলের মালিক মোহাম্মদ আলীকে দেড় হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর শিশির কান্তি পাল ও কোতোয়ালি থানার এসআই মাহবুবুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।