শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন।
আটটি পদের জন্য বিদ্যালয়ের ১২জন ছাত্র-ছাত্রী এই স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু করে একটানা বেলা ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ৪০৫জন ভোটারের মধ্যে ৩৫৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার মো. ফাহাদ হোসেন জানান- ভোট সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গ্রহণের লক্ষ্যে দুইজন কমিশনার নিয়োগ দেয়া হয়। ভোট গ্রহণ শেষে বেলা তিনটায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে কৈশিক মল্লিক-২৭০ভোট, মো. আতিক হাসান-২৬৯ ভোট, লামমিম আক্তার শাম্মী-২৫৪ ভোট, নয়ন বিশ্বাস- ২৪৯ ভোট, মো. রোহান শেখ- ২৪৪ ভোট, মোসা: ইরাণী- ২৪৩ ভোট, মোছা: তামান্না খাতুন- ২২৭ভোট এবং কলিন ঘোষ- ২১৫ ভোট পেয়ে বিজয়ী হন। স্টুডেন্টস কেবিনেট নির্বাচন চলাকালে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশিকুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার মল্লিক, সিনিয়র শিক্ষক সুনীল কুমার দাস, এসএম ফারুক আহমেদ, এসএম এমদাদ হোসেন, শেখর চন্দ্র হালদার, জয়নাল আবেদীন, হাফিজুর রহমান, মফিজুর রহমান, চিন্ময় কুমার সাহা, গোলাম রব্বানী, এসএম ইমরান হোসেন, সাংবাদিক তারিম আহমেদ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।