জাতীয় শিশু দিবস উপলক্ষে কেশবপুরে দোয়া অনুষ্ঠানের আয়োজন

জাতীয় শিশু দিবস ও ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রোববার ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) আব্দুল হাই সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার কাজী রফিকুল ইসলাম। এসময় তিনি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ২৫ মার্চ গণহত্যা দিবস কি ঘটেছিল এ ব্যাপারে আলোচনা করা হয়।