থাইল্যান্ডে রৌপ্য জিতেছেন বাংলাদেশের রোমান

থাইল্যান্ডে ২০১৯ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) ফাইনালে সফল হতে পারলেন না বাংলাদেশের রোমান সানা। কাজাখস্তানের প্রতিনিধির কাছে হেরে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের এই আর্চার।

শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে কাজখস্তানের আবদুললিন ইলফাতের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান রোমান।

প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যাওয়া রোমান দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারেননি দেশের অন্যতম সেরা এ আর্চার। দ্বিতীয় সেটে ২৮-২৭ পয়েন্টে পরাজিত হন তিনি। তৃতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে জিতে আবারও লড়াইয়ের আভাস দেন রোমান। তবে চতুর্থ সেটে ২৯-২৪ পয়েন্টে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রোমানকে।

তারআগে রাশিয়ার সাইবেকদরজিয়েভ বেয়ারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রোমান সানা। এরপর সেমির লড়াইয়ে স্বাগতিক থামউং উইথ্যায়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণজয়ের মঞ্চে উঠেছিলেন রোমান।