মহেশপুরের বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

jessore hospital

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে সবিউল্লাহ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মহেশপুরের রাজাপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে সবিউল্লাহ বাড়ির পাশের একটি শিমুল গাছে তুলা পাড়তে উঠেন। এ সময় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ৮টায় যশোর মেডিকেল করেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।