বাঘারপাড়ায় সরকারি রাস্তা দখলের অভিযোগে আদালতে মামলা

jessore map

যশোরের বাঘারপাড়ার পাঁচবাড়িয়া গ্রামের একটি সরকারি কাঁচা রাস্তা দখলে অভিযোগে দুইজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

আসামিরা হলো পাঁচবাড়িয়া গ্রামের মৃত গোলাম রহমান শিকদারের দুই ছেলে মতিয়ার রহমান শিকদার ও ফসিয়ার রহমান শিকদার।

সোমবার পাঁচবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে তাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক অভিযোগটি বাঘারপাড়া থানার ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।

নারিকেলবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া মৌজার সাবেক ৭৭ নস্বর দাগের ২৬ শতক সরকারি জায়গা তার দাদা মরহুম গোলাম রহমানের নামে ভুলবসত রেকর্ড হয়। পরে ভুমি মন্ত্রণালয় প্রকাশিত প্রিন্ট পর্চায় ৭৭ দাগের স্থলে নতুন ৮১ দাগে কাঁচা রাস্তা হিসেবে জেলা প্রশাসক মালিক হিসেবে অন্তভুক্ত হয়। অথচ এ রাস্তা দীর্ঘ নয় বছর আসামিরা দখল করে বড় বড় গর্ত করে রেখেছে। এছাড়াও নিজেদের দলখ বজায় রাখতে রাস্তার জমিতে গাছও লাগিয়েছেন তারা। সরকারি রাস্তার এ জমি আসামিরা দখল করে রেখে জনসাধারণের যাতায়াতে বাধা সৃষ্টি করছে বলে বাদী উল্লেখ করেন। এ ব্যাপারে আসামিদের সাথে তিনি কথা বলতে গেলে তারা নানা ভাবে হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দেয়া হয়। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসায় ব্যর্থ হলে তিনি আদালতে এ মামলা করেন।