সাব্বির-মোসাদ্দেক-মিথুনের দারুণ ব্যাটিং

গতকালই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিথুন। বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পরদিনই আবাহনী লিমিটেডের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন এই তিন তারকা। তিনজনই করেছেন হাফ সেঞ্চুরি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সকালবেলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করেছে তারা।

দলের পক্ষে সাব্বির রহমান ৫৩ বলে করেছেন ৬৪ রান। ৫২ বলে ৫৬ রান করেছেন মোহাম্মদ মিথুন। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৫৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।

বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আরেক তরুণ তারকা মোহাম্মদ সাইফউদ্দিন হাফ সেঞ্চুরি না করতে পারলেও ঝোড়ো ব্যাটিং করেছেন। ৩৫ বলে ৪১ রান করে আউট হন তিনি। তবে, ভালো করতে পারেননি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আরেক তারকা সৌম্য সরকার। ২৪ বলে ১৭ রান করে আউট হন তিনি।