সেবা সপ্তাহে যশোরে ডাক্তারদের র‌্যালি

স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে যশোরে জেনারেল হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে দড়াটানা ঘুরে হাসপাতালে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক নূর-ই-আলম। উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু, যশোরের সিভিল সার্জন দিলীপ কুমার, পরিবার পকিল্পনার উপ-পরিচালক মনোয়ার হোসেন, যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন, ডা. জি,জি এ কাদরী, ডা. মধুসূদন পাল, ডা. আরিফ আহমেদ, ডা. তৌহিদুল ইসলাম, ডা. মোখলেচুর রহমান প্রমুখ।

তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী যশোর জেনারেল হাসপাতালে আসা রোগীদের বিরামহীন চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। শুক্রবারেও বহিঃবিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সেবা সপ্তাহে রোগীদের একদিন বিশেষ খাবার দেয়ার বিষয়টি মাথায় নেয়া হয়েছে।