হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় একজন উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পূর্ব ঘোষণা ছাড়া একটি পিস্তল নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম।
তিনি নভোএয়ার (VQ997) ফ্লাইটে করে ঢাকা-বরিশাল যেতে বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমানবন্দরে প্রবেশ করেন।
শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর সিদ্দিকী বলেন, ‘মোল্লা মুজিবর রহমান শামীম অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেও কোনও ধরনের ঘোষণা দেননি।
নূর সিদ্দিকী জানান, বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্রটি শনাক্ত করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি কোনও সদুত্তর দিতে পারেন নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।