বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারত যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে নিপুণের ভারতে যাওয়ার কথা ছিল। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
নিপুণ রায় গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত সফরে সপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকা ফেরার রিটার্ন টিকেটও আমাদের ছিল। আমাকে মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’
এর আগে গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেওয়া হয়নি। তাঁর দুদিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।