আইপিএলের ধারাভাষ্যে হাবিবুল বাশার

নতুন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। আইপিএলে ধারাভাষ্য দেবেন তিনি। সে উদ্দেশ্যে শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন।

ভারতের বেসরকারি চ্যানেল স্টার টিভির জলসা মুভিজ চ্যানেল আইপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করে। সেই চ্যানেলের ধারাভাষ্য বক্স মাতাবেন হাবিবুল বাশার। বাংলাদেশের খ্যাতিমান ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান এই চ্যানেলে ধারাভাষ্য দিচ্ছেন।

অবসর নেওয়ার পর জাতীয় দলের নির্বাচক, বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের দলগুলোর টিম ম্যানেজার বা পরামর্শকের দায়িত্ব পালন করেছেন বাশার। তবে ধারাভাষ্যকার হিসেবে এর আগে কখনো কাজ করেননি তিনি।

বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন বাশার। টেস্টে ৩০২৬ এবং ওয়ানডেতে ২১৬৮ রান করেছেন তিনি। তার নেতৃত্বে ২০০৭ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ।