ঝিকরগাছায় গ্রাম্য সালিশে ছয় জনকে পিটিয়ে জখম

jessore map

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নে গ্রাম্য সালিশে ছয় জনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলো, ইউনিয়নের ইসলামপুর গ্রামের ঢাকা পাড়ার জুলহাসের স্ত্রী রেহেনা বেগম (৪০), ছেলে রানা হোসেন (২৮) ও রনি হোসেন (২৫), একই গ্রামের তাহেরের ছেলে ইলিয়াস (১৯), হিরার ছেলে রাকিব (২২), আজিম উল্লাহর ছেলে শাহিন (১৮)। আহতদের মধ্যে রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, ইসলামপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাপ্পী গত ১৯ এপ্রিল ঝিকরগাছা থানায় রানা ও রনির নামে মাপপিটের একটি অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় ওই এলাকার কালু ও শহিদুল কৌশলে রানা ও রনিকে বলে তাদের নামে থানায় একটি মামলা হয়েছে। কিছু টাকা-পয়সা দিলে মিটিয়ে দিবে। এক পর্যায়ে সোমবার বিকেলে নাভারণ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীর ছেলে মুজিবর রহমান স্থানীয়ভাবে বিচার-সালিশের আয়োজন করেন। বিচারের একপর্যায়ে ইউপি সদস্য মুজিবর রহমানের নেতৃত্বে চারাতলা গ্রামের হারুণ-অর-রশিদের ছেলে আলমগীর হোসেন, ইসলামপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হেদায়েত খানসহ ইউনিয়নের মিন্টু, মিজান, সজল, মিলন আহতদের বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রনির অবস্থা আশংকাজনক হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মেম্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন মেম্বর কখনওই এভাবে পেটাতে পারেন না।