যশোরে প্রতিপক্ষের হামলায় আহত ২

jessore map

যশোরে প্রতিপক্ষের হামলায় দু’জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল কাশেম (৫০) ও আব্দুর আলীর ছেলে সোহাগ হোসেন (২৫)।

আহত সোহাগ জানিয়েছেন, তেঁতুলিয়া বাঘেরহাট বাজারে তাদের মুদি দোকান। বাজার থেকে প্রতিদিন দোকান প্রতি ২০ টাকা আদায় করে স্থানীয় খালেক সিন্ডিকেট। শুক্রবার রাত সাড়ে আট টায় খালের নেতৃত্বে হালিম, সাইদ, মাসুদ, খাইরুল, বাবু, আনুসহ ১০-১২ জন বাজারে দোকান থেকে টাকা উত্তোরণ করতে আসে। প্রতিদিন ২০ টাকা করে আদায় করলেও ঘটনার দিন দোকান প্রতি ৪০ টাকা করে দাবি করে। আব্দুল কাশেম ও সোহাগ হোসেন টাকা দিতে অস্বীকার করলে দৃর্বৃত্তরা তাদের পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।