শালিখায় জাগরণী চক্র ফাউন্ডেশনের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে মাগুরার শালিখায় অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা।

রবিবার উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই কর্মশালা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কর্মশালায় অংশগ্রহণ করে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী। কর্মশালায় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির উপর প্রশিক্ষণ পরিচালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও উদীচী যশোরের শিক্ষক কাজী শাহেদ নওয়াজ। এছাড়া বিতর্কের উপর প্রশিক্ষণ পরিচালনা করেন যশোর ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ফয়সাল মাহমুদ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন চেয়ারম্যান বিমালেন্দু শিকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ সদস্য আব্দুস সবুর মুসল্লী, সরস্বতি শিকদার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুমুদ রঞ্জন বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শংকর বিশ্বাস, থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিপ বিশ্বাস, আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস প্রমুখ।