যশোর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

jessore map

ঢাকায় পুলিশের উপর হামলার পর যশোর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হযেছে। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরার পরামর্শ দেয়া হয়েছে। শহর ও শহরতলীর যে সব স্থানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে সে সব স্থানে অন পজিশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া শহরের চলাচলরত মোটরসাইকেল, থ্রিহুইলার ও ইজিবাইক যাত্রীদের তল্লাসীর উপর জোর দেয়া হযেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, সারা দেশে যে ভাবে নির্দেশনা দেয়া হযেছে আমাদেরও সেই ভাবে আছে। অতিরিক্ত কোন নির্দেশনা নেই। আমাদের মতো করে যে নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন সেই ভাবে করেছি। বিশেষ করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ আমাদের যে ডিপ্লয়মেন্ট সে ডিপ্লয়মেন্ট গুলো পরিবর্তনের চিন্তা ভাবনা আমাদের আছে। এছাড়া যে সমস্ত জায়গা গুলি ঝুকি পূর্ন মনে করছি যে সব জায়গায় ফোর্স বাড়ানো হয়েছে।

উল্লেখ্য গত ২৯ এপ্রিল সোমবার রাতে ঢাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।