যশোরে বিদুৎস্পৃষ্টে লাইলি খাতুন (২৭) নামে এক গৃৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি শহরতলী বিরামপুর এলাকার পশ্চিমপাড়ার গুলশান মোড়ো শহিদুল ইসলামের স্ত্রী।
মৃতের পিতা কামাল হোসেন জানিয়েছেন, শনিবার দুপুর ১টায় লাইলির ঘরের পাশে বিদ্যুতের তার ছিড়ে টিনের চালের ওপর পড়ে। এ সময় ঘরে সবকিছুতে বিদ্যুায়িত হয়। লাইলি ড্রাম থেকে চাল নিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই লাইলি বেগমের মৃত্যু হয়েছে।